পরিযায়ী কিছু কাঠ এখনও সংগ্রহের অপেক্ষায়...  
শুধু শুধু কালচে বাদামী হয়ে যায়
পরিত্যক্ত কাঠগুদামে
ছত্রাকের মিছিল ,  পিঁপড়েরা
কাঁধে করে বয়ে নিয়ে যায়।

বৃক্ষগুলোই নিজস্ব ধ্যানে মগ্ন
এত যে মূলোৎপাটন, এত কুঠারাঘাত
তবু হাজারো গাছ
হররোজ জন্মায়,মরে...  
দু-চারটে ফুল এখনও উঠে আসে মানুষের হাতে।

...........................