১)
একাকীত্ব
লেগে থাকে বাজপাখির পায়ে
এবং বিস্তারিত খোঁজসমূহ ...

২)
ইচ্ছে করে নীল জ্যোতি
সব শুষে নিই রাতের
দৃশ্য সব ওপারে
যেখানে পেখম সারাতে এসে ময়ূর-ময়ুরীরা সব ঘুম হয়


স্বার্থপর।
সবাই একদিন যা ডাকবে তোমায়


মাঝে মাঝেই  স্মৃতি ধরে ঘুমিয়ে পড়ি
বেতারকেন্দ্র ভাসাত বিখ্যাত সব গানের কলি ...

তালসারি, যেন পাতায় পাতায় লুকিয়ে রেখেছে
আমাদের শৈশব ঘুম