যেভাবে
সাঁড়াশির ধাতব হাতল  ধরে থাকে উত্তপ্ত চায়ের কেটলিটা,

জীবন ধরে রাখে ধারালো বাস্তবতা ও চড়াই উৎরাই।
স্বাচ্ছন্দ্যের অন্যপ্রান্তে
আহত প্রাণীর মত লেংচে চলা,
আস্তিক্যের কথা ফুরায় নিমেষে
কূটপ্রশ্ন ঝলসে ওঠে, উতোর-চাপান

অপ্রমেয় আঁধারে

গোয়ালের  আটখুঁড়ে নিশ্চিন্ত গরুটার  জাবরকাটা প্রেমই
দৃশ্য হয় কেবল।