ডোকরার ঘোড়া-
৪০০০ বছরের প্রাচীন শিল্পের আখ্যা পেয়েও
বর্তমানের থেকে যেন চারশো মাইল বেগে ছুটছে!

উল্টো দিকে দৌড়ে চলা দিন-
জিন বা লাগাম পরিয়েও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না যেন                  

পক্ষাঘাতগ্রস্থ বৃদ্ধের হাতে
বিহবল হয়ে আছে সময় ও স্বদেশ

ভঙ্গুর এক দূর্বল যাত্রা শুরু-
মন ও মানসিকতার,জীবন-শরীর-মস্তিষ্কে
শব্দের ব্যবহার ও প্রয়োগ
এলোমেলো রেখে
............