বৃদ্ধ,অতিবৃদ্ধ এবং হালফিলের কচি হাতের ছাপের আলপনা নিয়ে
কালচে দেখায় হাতল
পুরনো কাঠের দোলনচেয়ার,তাতে সুক্ষ্ম হয়ে ওঠে  শুশ্রূষাগুলি, যা অত্যন্ত জরুরী।

সবার মনে থাকে না-
উৎসব অথবা আনন্দদিনের আলাপ-স্মৃতিমেদুর বিষন্ন বেদনা, বৃষ্টিভাগ
যত হয়েছে ততক্ষণে দূরে সরে গেছি আমরা
যা জরুরী, তাই-ই নেব
যথেষ্ট সময় দিয়ে দেখা দরকার
পুরনো পূজোসংখ্যার
না-পড়া ছোট গল্পগুলো
উপন্যাস হয়ে উঠল বোধহয় এতদিনে!

...