মন
হাওয়ায় ভাসতে দিয়েছি তাকে ছোট্ট
দূর্গা টুনটুনির মত..

প্রয়োজন একটি সম্বোধনের-
কাকে এসে বসাই শেষ পংক্তিতে

মৃত্যুবৎ সাপ পেঁচিয়ে আছে
প্রেমাঙ্গুরীয়'তে
খুলে ফেলি একটানে

সঁপে দিয়েছি নিজেকে

অনবধানতার হাতে দিনরাত সঁপে দিয়েছি তার মানে।