সংস্কার খসে গেলে
অনুতাপে ঝুলে থাকে  অন্তঃকরণ  অবরোহীতে
প্রতারণার প্রসঙ্গ এলে নিজেকেই ভাবি-
প্রতিদিন কত সত্য লুকানো চলে  নিজের ভেতর।
আমাদের মধ্যেকার দর্শন, সাধুবাদ শিবির পাল্টায় নিয়মিত
গরিবী  লুকিয়ে রেখে রঙের প্রলেপে
মুমূর্ষু জোকার  খেলা দেখায় রোজ ...

হিসেবের গরমিল লুকিয়ে রাখা  পুরনো জাবেদাখাতা
একদিন ঠিক সবার নজরে এসে যায়
সত্য প্রকাশ্যে আসাটা অত্যন্ত জরুরী
ধর্মের কল বাতাসে নড়ে  উঠবেই একদিন
তখন এই মিথ্যার আশ্রয়  আমাদের আর আরাম দেবে না।

.......................................