রক্ত জমাট করা শীতকাল আসলে
অনুচ্চারিত রসের কামকথাকলি
ভিন্ন ভিন্ন রসালো মুহুর্তবন্দী সকাল-সাঁঝ ...
মেটে ভাঁড়ে চলে ধারাবাহিক চুম্বনপরীক্ষা
কারো দুটো ডানার অনুভব হয় কাঁধের দুপাশে
জিরেন রস এক নিঃশ্বাসে গিলে ফেলার সময়
কেউ আবার ফুটন্ত তাত রস
চেখে দেখার সময় মায়োপিক হয়ে যায়!
অবারিত পানের সময়
এসময় নিষ্কলঙ্ক থাকাটাও পাপ
তাই এমন কিছু গূঢ় দাগ রেখে দেওয়া উচিত শীতজামায়।
...