কত পরিযায়ী পৃথিবীর রাস্তায়.....
একদিন দেখা হবেই
আমাদের শস্যবোঝাই মন ঘুরে ঘুরে কাঁদে
দুরের আতিশ, জ্বলে তারারা
সন্ধ্যা উদ্যাপনের পর বাতিওয়ালা
সার সার বাতিদান জ্বালিয়ে রেখে গেছে ঢালু পথে
আমার ঘরের বেদীতে জ্বলজ্বল করছে
সুগন্ধি মোম
জানি মিলনের মুহুর্ত এলে
পূর্ণ রাত্রি জগৎসংসারের সমূহ আলো গিলে ফেলে