অল্প ঠান্ডা হাওয়ায় মিহি ঘুম পায়
দেবীপক্ষ এলে
সাদাফুলের দিব্য কুঁড়িরা ভাসে কাদার ধমনীতে
শিউলিঝরানো মহিমায়...
না চাইলেও কিছু দিতে হয় এমনসময়
না দিলে চেয়েও নিতে হয়
চাওয়া-পাওয়া না থাকলে অসার জীবন
গোখরোর বিষ ঝরিয়ে ফেলে পদ্মবন
ভাসানে চালচিত্র ঝরে গেলেও কাঠামো ডোবে না
একটা হৃদয় ডুবতে ডুবতে ভাসতে পারে
খানিক প্লবতা পেলে ...