খুব বেশি শব্দের দিকেও যেতে নেই
শব্দকে ঢেকে রাখতে হয় অস্ত্রের মত।যে কোনো অস্ত্র।
ডার্ক ফ্যান্টাসির জমানায়
অতিরিক্ত ভাবপ্রবণতা আত্মহত্যারই সামিল।
বলেছিলে শীত ভালো লাগে না আর, শীতের সবই কাঙ্গাল
আঁতুড়ের কান্নার মত শোনাত তোমার বাকি কথাগুলো...।
মরা হেমন্তের বিকেল
এই উষ্ণতা নিয়ে শরীর কোথায় আর পৌঁছাবে?
কাছাকাছি আছি.. শীত-
আগুন ও খড়ের মিলন মুহুর্ত এলেই বাঁচি।