পড়ে গেলেও উঠে দাঁড়ানোটাই আসল। ঘুরে দাঁড়ানোটাও....
সময়ের ব্লটিং পেপার শুষে নিয়েছে স্বতঃস্ফুর্ত্ত হাসিটা।
একদিন হাসিটাই ছিল প্রসাধন, বিজ্ঞাপন এখন ।
এখন কথার পিঠকাটা কথা  
প্রচ্ছদে
          কোলাজে
পৃষ্ঠায় সব জড়াজড়ি।
স্বরবাতাস হাতড়াই
          শব্দ খুঁজি
যা বলতে চেয়েছিলাম
দামাল উনিশটাকে খুঁজি ভীষনরকম।

..................