এবং কিছু কিছু জানলা এখনও চিরহরিৎ,
নিশ্চুপ দিগন্তকে টেনে আনে ফুল ও ফসলে

কিছু জানলায় একশো বছরের নিঃসঙ্গতা
হাত দুটো মাথার উপর তুলে ইজিচেয়ারে এলিয়ে থাকা ষাটোর্ধ বৃদ্ধ মাথা।
ভ্রমণবিরত, ছাদ কোনও গন্তব্য নয়
তবু যেতে হয়

চিরহরিৎ  সবসময় থাকে না, একহারা বিষাদলগ্নও
এই সময়টাও থাকবে না
চলেই তো যাবে
চলে যাবে একদিন
........................