তেমনই রক্তাভ, হিংস্র কাঁটার দাগ
মালির হাতে
তবু সক্ষম হয়েছিল মনোলোভা কিছু ফুল ফোটাতে
বাগান তার নয় কি আসে যায় তাতে?
বিপর্ণী ঘাস আরো মরে গিয়ে
অন্যের উৎসবের মন্ডপ সাজাতেই ব্যস্ত!
রক্তাক্ত তো হতেই হয়
মানুষ-ঘেরা অরণ্যে অস্থির শিকারজুলুস__!
উত্তাপে গলছে অভ্যাগত পাখির শরীর!
নৈশাহার স্বাদু হচ্ছে পরিযায়ীদের মাংসে