সেইসব নির্বাচিত গাছেরা মরশুমী ফুল ফোটানোর সময়
হাতভর্তি রঙ চায়,
কথা শোনায়  যত্নআত্তি না পেলে!
সফরে লেখা হিম ,সুপ্তাবস্থায় থাকা  ডালপালারা  
জৈবিক  মিথস্ক্রিয়ায় ...
একে অপরে  আচ্ছন্ন ও সম্মোহিত!

অপসারী হয়ে ফিরছে নিয়ন শূন্যে
কালো আর পাটকিলে মেশানো কুবো ও কাঠপোড়া গন্ধ  

কালো কুয়াশারস গলে গলে  মিশছে
পালক ছাড়ানো পাখিমাংসে
আয়োজিত  উৎসব অথবা বর্ষবরণ
চড়ুইভাতি ছাড়া সময় যেন কিছুতেই শীতকালীন  হতে পারে না।

---------------------------------------