১)
বিজ্ঞাপনও গিলে নেয় হাইওয়ের রাক্ষুসে অন্ধকার...
কিছু না-হওয়া মানুষের পথ অগুনতি
ধীরে ধীরে সহজ হয়ে আসে
ভাঙা কপালের সৌধ,ব্যর্থ গল্প সব।

২)
উপর উপর উড়ে যায় আধা খোলসের মথ।
ডানা পেয়েছে সদ্য
মৃত্যুর মত
সব বিতর্কের সমাপ্তি এবার ।

৩)
নামের ফলকে চরৈবেতি,
পথ সৃষ্টিই পূর্ণতা
যাত্রা শুরুর সময় এসেছে,
উপযুক্ত কী না বলে দেবে সূর্যঘড়ি।

৪)
তুমি চোখের ঘড়া উপুড় করে রইলে
অথচ সব জল জলাশয়  হল না
প্রেমের বিলাপ
মরুর মিছিল করে চলেছে  এখনও...

৫)
একটা  ভুল নির্মাণ  
একসময় থেমে গিয়ে নিয়মের দ্বারস্থ হয়।
হাতছুট বীজ পড়ে গিয়ে কোথায় মহীরুহ হল,
একমাত্র ছায়াই তার সত্য প্রমাণ