বড্ড খরখরে-
মাটি ও ঠোঁট, শীত আসার আগেই
তোষাখানা ভরে উঠছে পায়ের পাতায় করে নিয়ে আসা
দৈনন্দিন নুড়িমাখা পলিতে
অপেক্ষা করছিলাম একটা নিম্নচাপের,কে জানে একমুঠো শিউলি
অপেক্ষার হাতে তুলে দিয়ে ভিজিয়ে দিয়ে যাবে শেষমেশ!
ভালোবাসা বলতে আমি বুঝি মরা নদীর চোরাবালি, সৈকতের টান...
যেয়ো না বললেও বারবার যেতে চাইবে-
বারণ শুনবে কে?
...............