একে একে লুটিয়ে পড়া কাগজের দেশ ,দম্ভ গড়িয়ে ধূলায়!
যে জন্মায় নি সেও জানে
ধ্বংস ছাড়া আর কোনো সত্য নেই এই সময়ে
এই পৃথিবীতে
একা
সঙ্গহারা
নির্বান্ধব
দু হাতে নিয়ে মৃত্যু সমিধ
এই দ্বিতীয় জীবন যেন ছিন্নপত্র হতেই আসা
শেষ পরাজয় স্তম্ভিত করে দিল
স্থান অসঙ্কুলান,
মড়কে মৃতের সংখ্যা বাড়াতেই যেন আসা
দাহ নয়, কবর নয়
গুচ্ছ গুচ্ছ শীতল চোখ
প্লাস্টিকবন্দী ,স্থির একই জায়গায়
পচন ধরার মুখে ছায়া দেয় পরিযায়ী মেঘের দল