ছাল-ওঠা গাছের গায়ে
গোলাকৃতি ক্ষত জন্মাচ্ছে

ক্ষত সেঁকে নিচ্ছে জ্যোৎস্না
বাগানে…

ওষধির ঘোরের মত তন্দ্রা ভর করে আর
তক্ষুনি ছুটে যায়
দেশি রাতচরার ডাকে

চাঁদ চলে আসে সোজা ঘরের মাথায়
বড় হচ্ছে সে।আজ তো অনেক বড়...

রাত্রিজুড়ে শিয়রে ঘোরে চান্দ্রদোষ
চন্দ্রের দশা কি একেই বলে?