১) ছবি
কোনো কোনো দিন যেন কয়েক লক্ষ জুরাসিক যুগ
শ্বাসকষ্ট গলনালিতে নিয়ে বেঁচে থাকা
অর্ধ মৃত পাথরের মত …
কিছু গন্ধ,কিছু স্বাদ,কিছু মুহুর্তের ছবিতে ঘর ভেসে যায়
মোহনার লবণের মত উহ্য সংসার
নৈঃশব্দ্যও বড়  রঙ নয়
দূর’ কোনো ছবি এঁকে দিতে পারে না আদৌ
তোমার আমার।

২) জৌলুস


রাত্রি এক টুকরো জৌলুস
নুপুরের শব্দ নিরম্বু চোখে মাখালে
ঘুম নামে আদ্যন্ত শরীরে
পেঁচার স্বর আর থাকবে না সেই স্বপ্নপ্রহরে

একমাত্র মৃত্যু এসেই ভাঙাবে সেই ঘুম!