জুম্‌ করে দেখি পাতার ভাঁজে ছোট্ট  বেলকুঁড়ি …

ক্যাপশন ছাড়াই কিছু ছবিতে অনেক বলা হয়ে যায়

যেমন ফসলের  নাভিতে  পোকার লালমুখ
যেমন থেমে থাকা রোলার কোস্টার রাইডে একটু আগের বিপন্নতা,
যেমন  ডার্করুমে আমি একা
আর
ছবির নেগেটিভে তোর ওই আগ্রাসী  রোদজ্বলা চোখ