৩৬৬ দিনই রাজনীতি ,এদের নাল ঝরে সারাক্ষণ!
গুলজারে মাতে শিরোনাম সকাল।
খবরে সত্যতা নেই, খাবারে ভেজাল নেই এমনও কি হয়?
ভার্চুয়াল প্রতিবাদেও স্বস্তি নেই,হাড়হাভাতে বুড়ো আঙুলের লাইক।
প্রথম থেকে শেষ পর্যন্ত অস্বস্তি বাড়িয়ে তোলা শুধু।
দাঁতে দাঁত পিষে কাটা জিভ আরো কেটে ফেলা...
এসবই চলবে দিন কতক
ঘৃণার সন্ত্রাস চলতে দিলে চলবেই,তামাম
ছি-ছিক্কার আর জনরোষ না নিয়ে
রাজনীতির ভাঁড়ারে চিটেগুড় জমে না যে!