চিরহরিৎ চিহ্নগুলি নিয়ে
অস্পষ্ট কুয়াশামোড়া ব্রহ্মপুত্র,বাঁক ও বাঁওড়ে জলধোয়া সাদা হাতের
রুক্ষতা
ছাল-ওঠা মাটির বুকে কর্কশ ধূলো জ্বর নিয়ে বসে আছে,ধূ ধূ নাচে
উন্মাদিনীর মত কখনও…
মুছেও মুছে না দুঃস্বপ্নের পদাবলী যত
আঁধারে রাতপ্রহরার বাঁশিও বাঁশির মত বাজে না
ত্রিযামা প্রহরে
আশরীর ক্লান্তি-দুঃখ তবু ঢেকে আছে ঘুমে বিহুর নাচনী।