জোলো হাওয়া…মিছরির মত ফুলকাটা কাঁসর বাজতে থাকে দূরে
অদেখায় বিশ্বাস রেখে চলেছি
এইপ্রকার রোজ
হে পাথর হে দেব
সবেতেই কথাহীন সমর্পণ আমার
রূপান্তর হয়ে চলেছে ক্রমশঃ উতল মন
তোমায় কুড়িয়ে চলেছি
                  নিত্য ফুলবনে

চির রবির আলোয়


--------------------