অচেনা নেই, সব জায়গাতেই
চিল-চড়ুইদের সংসার ...অদ্ভুত কিচিরমিচির!
তোমার মধ্যে অন্য মানুষ দেখি যেদিন
সীমানা ভাগ হয়
বাস্তুভিটেয় ঘুঘু চরে নি, একটাও পাতা ঝরেনি সেদিন!
জলভরা তালশাঁস চোখে চেয়েছি শুধু
দুটো নদী মনসহ মানচিত্রে এক হয়ে যাক্
......