গুমনামী হয়ে ওঠার পিছনে রহস্য নেই
তবু মরমি চিলেকোঠার আলো …
মিছিল করে দাঁড়ায় এসে লুকানো ব্যক্তিগত সম্পদ
নষ্টালজিক হয়ে পড়ার মহার্ঘ্য আয়োজন
কিছু আয়োজন মন্দের ভালো
স্মারক হয়ে ওঠা এক সময়ে ঘটে যাওয়া সব
জটিল সময়ের অন্ধকার চিরে
কিছু প্রকাশ্যে আসা এমন জাদুর শিল্পশালা
কমবেশি সকলেরই আছে,
তোমারও