কালো মার্কার পেনের চিহ্ন মুছে ফেলা হয়েছে হোয়াইট বোর্ড থেকে...
শিল্প থেকে অশিল্পের চিহ্ন যত,

এখন না-থাকাই  থাকা

সেতু ভেঙে ভেঙে পড়ে  নেতা উদাসীন বলে
চিহ্ন তবু থেকে যায়
হারানো জলবাতাস ফিরে এলে
কেউ যদি ধ্বংসের দাগ দেখিয়ে বলে, 'এই আমার ভালোবাসা'
তাকেও মোছা যায় পুনর্নির্মানে

ফিরে দেখার বিরল চোখ
পেয়ে যাই যদি বিনা পারিশ্রমিকে
আহার-নিদ্রা  ভুলে
মরা তিস্তার ভাঙন সারাতে থাকি


..................