তিন অক্ষরে সবটাই  যেন ...
ডুবতে  যাওয়া তালাবে
ভুলতে চাওয়া অক্ষমতার জ্বালা...
কেঁদে নাও  যতটা পারো বৃক্ষের কাছে নির্জনে,
অপমান থাবা বসাবে না।
সে হয়তো তোমার না, অন্য কারোও হতে পারে নি
সবুজের মিশরে থাকা পরন্তপ ছায়ার কেউ ...

..............................