যেন কবন্ধরা দুলে দুলে আসছে…    

ঘুমের মধ্যে জানলার ছায়াদের
ভুলতে চেষ্টা করি
ম্লান স্বপ্নেরা নিঝুম হয়ে আসে
ছায়ার ছায়াপর্ব দেখে দেখে।
ছায়ার ঔদ্ধত্য আরো ফুটিয়ে তুলতে
নিষাদ দ্যুতির চাঁদ
ঝুঁকে আসে নারকেলবনের মাথায়
.................