একটা ছাতার রঙ গ্রীষ্ম কিভাবে লেহন করে

পরে
জৈষ্ঠ্যের ঝড়জল!

ছাতা নিয়েই জীবিকার অকুস্থল
এ ছাড়া আর তাড়া নেই জীবনের

ছাতা মাথায় হাঁটছে সবাই জুমচাষীর আদলে
ছাতার আড়ালে আধভেজা প্রেমিক
অতঃপর
আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে  
জেব্রা পারাপারের গান ...