১
চেরিফুলে রোদ-
হাইকুর হেঁয়ালী ঢাকতেই
চশমা পরল চোখ।
২
বৃষ্টি বিকেলে
রামধনু নোঙর করে
আকাশের নীলে।
৩
চারপাতা শূন্য
নিয়ে দূর্গও ভঙ্গুর,
বৃথাই লুকোনো ।
৪
ঠোকরানো পাখি
মৃত হারেমের দরজায়
খোঁজে অতীত।
৫
বাতাসে ঝরে
বৃদ্ধ পাতাটাই,হলদে
জীবনের ছবি।