১)
মানুষের প্রজ্ঞার উপর নদী ও চাঁদ
বসে থাকে।
ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়া বিভূতি কখনও
লেপে যায় আধখানা ছবিতে,
সময় গাছের মত... আড়ে বসিয়ে রেখে ছায়া দেয়
ছাই ভোলাতে আসে মহাকালের রিক্ত দর্শন
২
চাঁদ নেই তাই তো অমাবস্যার রাত
নৈশ ঘোরে সেও এক নির্জন-নির্মিত সুন্দর
ভাগ্য ভালো থাকলে কাউকে মনে পড়ে না তখন
৩
শব্দরহিত জানলার কাঁচের ওধার
বাদলাপোকারা কেমন ভিড় করছে
মনেহয় অন্ধকার প্রেতের ক্ষুধা বাড়ছে ..আলোতে ধ্রুবক ধরে ওদের
.এবং আমাদের
একবার ফাঁকায় পেলেই হল আর কি!
....................................