পাপে মোড়া অথবা নিষ্পাপ নাকি বালি ও পাথরে
আদি নিষ্কর ভূমি-এসব ইতর প্রশ্নে না গিয়ে
এসো
চাঁদ দেখি
সহস্রাব্দ ধরে অন্তরীক্ষে ভেসে বেড়াচ্ছে একাহারা
ঘরফেরা বিশ্রামকে উত্সর্গ করে এ সময়টা
এক সেকেন্ডের জন্যও আর ফিরে পাবে কি কোনোদিন?
...........................