ভৈঁরো বাজে রাত্রিভোর শেষে
জীবন জুড়ে ব্যথার বজ্রবুলি,
জানান দেয় মীরার পাখি-
''বাজুবন্ধেই সব হারালি,সব হারালি!''
বঁধুয়া হে
শ্যামরঙে এত কি তোর ভরে প্রাণ?
ঝড়ে উড়ে যায় যেমন পাকা ধান
তোকেও উড়াবে সে পাষাণ
সত্য ভেবে এ অভিসার
পোড়াবে সংসার, হাতিয়ার
শুধু ছলা-কলা-মায়া, পারঙ্গম সে
নইলে কে আর গেছে কার
কতদূর ভালোবাসায়..বল্ ভালোবেসে?
.................................
(রাখি পূর্ণিমার শুভেচ্ছা ও প্রীতি সবাইকে)