সুখী কেন্নো সব

অভ্রান্ত হেরার আলো ছুঁয়ে আছে
নির্ঝঞ্ঝাট রাত্রিযাপন অথবা বোহেমিয়ান জীবন
বহুভাষী পথের সমান্তরালে...

এসবে মন নেই আমার-
বুক ধড়ফড় নিয়ে নত থাকি কেন এত
তোমার স্মৃতিতে ,কেন এর ব্যাখ্যারা
তৈরি হয় না আজও!
...............