১)ফেং শুই
বছরের পর বছর পার।একবগ্গা ঘুরতে থাকা সালতামামি...
উইচিংড়ির মত দু-মুখো গর্তে বাস
নিজস্ব কিছু না থাকলেই আত্মকেন্দ্রিক হয়ে ওঠা কেবল
ক্ষয় না বিপর্যয়
দেখাবে সময়
অগত্যা নেগেটিভিটি তাড়াতে ফেং শুই য়ের দ্বারস্থ হওয়া ...
২)বৃষ্টিলগ্না
অত;পর জাতিকার বৃষ্টিলগ্ন...
বৃষ্টির তোফা দু' ফোঁটা ঝরলেই মনশান্ত ভাদ্রের খরায়।
ঘাসের ডগায় কর্পূর হয়ে ফোটে জল,
এই আমাদের সততা
আঙুলে আঙুল ছুঁয়ে গেলেই ভালোবাসা হয় ,এখনও
প্রেম বৃষ্টিনির্ভর
ছাতার আঙুলে জলের ফোঁটা আলপনা হয়ে গড়ায়
ছাদনাতলার দিকে...
.....................