ব্রিজের ওপারে
বজ্রপাত হয়েই যাচ্ছে
চিল-শকুন ভীত

সমাধির বুকে
প্রজাপতি খেলে যায়
অস্তাচলে দিন…

দেখা নেই বৃষ্টির
ব্যাঙানি যায় ভ্রমনে
বগলে মাশরুম

সামান্য ঝড়ে
ছেঁড়া কাগজের স্তূপে
টর্নেডো ওড়ে

ঘুম পালিয়েছে
উড়ুক্কু মেঘের সাথে
চাঁদ ওড়া দেখে

শামুকের বদলে
শ্যাওলা চাটছে কাঠঠোকরা
মাতৃসমা গাছ