সাপে কাটা মরণ দৈব নিশ্চিত,
অনিশ্চিত মরণ ওঝার ফুঁ'য়ে...
আজও গুণিনবিদ্যার গুপ্তরহস্য জানা মানা তবু
হঠাৎ বর্ষায় পিঠ পুড়ে,
কি আছে ভিতর বাণে এমন
হাওয়ায় তো শুধু পাতা কেঁপে যায়
তোমার দৃষ্টি তো বৃষ্টিকেও বাঁকা করে
অনেকটা হেলে যায় ময়ূরপালকে দুপুর শ্রাবণ,
আর
চিবুক থেকে গোড়ালির নির্মাণ ...