প্রবাসে প্রেম,নিষিদ্ধ ছোঁয়াছুঁয়ি,
অত;পর
দৃষ্টির বাইরে সীমানা গেলে
ঝিরিঝিরি আমলকি বনও হতাশা লাগে...
কাগজকলবন্ধের অনশন প্রত্যাহারের মত শেষ বিকেল,
বদ্ধঘরের দু'ফালি জানলায়
ঝরাপাতার স্তূপ থেকে উড়ে আসা দুটি -একটি পোকা প্রশ্ন রেখে যায়-
চারদিকে এত এত রহস্যমোড়া মুক্ত জীবন,
মানুষের বন্দীদশা এমন কোন পাপে?