নিঃসঙ্গতা আর পরাজয় নিয়ে ভাবি না,
দিনের তিক্ততাকে শস্যের মেঝেতে
উপুড় করে দিই।
প্রতিটি নতুন দিন জন্মদিন ভাবি,
দূরত্বকে মোমবাতি বানিয়ে জ্বালিয়ে রাখি।
বিনিদ্র রাতের কিছুটা সময়ের অভিশপ্ত অন্ধকার
মুছে ফেলতে এই-ই কিছুটা স্বস্তিদায়ক।
স্থিতধীও নই,
কখনও অসহ্যরকম অসহিষ্ণু হয়ে ভেতর ভেতর
ঝিনুকখোলে কেন বন্দী হয়ে যাই আমি
.....জানলে না তো!
____________________