হাত বাড়ালেই বন্ধু এখন, সত্যি কজন হয়?
বন্ধু কথার মানে আগে মাথায় রাখতে হয়।
বন্ধু মানে
হড়পা বানে খুশির বানভাসি
বন্ধু মানে
তোমার মুখে আমার মুখের হাসি
বন্ধু মানে
চোখ বুজলেই তোমায় দেখতে পাওয়া
বন্ধু মানে
শীতের আমেজে বনভোজনে যাওয়া
বন্ধু মানে তোমার সাথেই মাতমনদী পার
সাক্ষীবটে সুতো বাঁধা সফল অঙ্গীকার
বন্ধু মানে
লিপবাম শীতের ফাটা ঠোঁটে ।
বন্ধু মানে ফুচকা খাওয়া ভাঙা মেলার মাঠে।
কুয়াশা চিরে পয়ার আলো পশম চরাচরে
বন্ধু আমার দাঁড়াও এসে আলোয় মুখ করে
দিনের শুরু তোমার সাথেই রাতের উন্মীলন
বন্ধু পাশে পেলে ঈশ্বরেরও হয় না প্রয়োজন।