চলতি হাওয়ায়
তাজা বেইমানির গন্ধ
অগ্নিমূল্যের বাজারে শীতে জরজর
রোমকূপ, বিবেক-জানলা বন্ধ।
রুক্ষ হোক তবু ফসল প্রান্তর
আজ নয় তো কাল
বর্ষাজলে কাটবেই মন্বন্তর

রাত জগমগালো,
আকাশের নীচে
রুদ্রনাচে  
হে আগুন  আলোয়  
দাও প্রার্থনা
দূর হোক ছিন্নমূল-বঞ্চনা
সন্ত্রাস-তাড়িত উপত্যকায়
আসুক নেমে শান্তি ও  সর্বোপরি সুখ
আসছে বছরটি ভালোয় ভালোয়
সবার ভালোই কাটুক  ।