আর এটাই জেনেছি যে
বঞ্চিত আমরা ,আমরাই বঞ্চিত
বাধ্য শ্লোকে গেয়ে যাই
বিজন সন্ধ্যাআরতি
তবুও......
সৃজনশীলতার অভাবে
চাঁদও হয় কালো ,কলংকের অপর কালোদাগে মুখরোচক
ওয়ান লাইনার লিখে যাচ্ছে কবিরা
রঙ বদলে ঘুম ঘুম উড়ে শুধু জোনাকি
একমাত্র ঘুমই প্রতিষেধক
বঞ্চিতরাই ঘুমিয়ে পড়ে সর্বাগ্রে নিশ্চিন্তে তাই।