বহুবার পান্তা ফুরনোর সাক্ষী হয়ে আছে
নুনের পাত্রটি...
তুমি বলেছিলে প্রিয় ঋতুটি উইল করে দেবে
যোগীডম্বুরের ডাল ছেয়ে আছে কুঁড়ের চাল
প্রার্থনার মত ঝরে যাওয়া শিলাবৃষ্টি
পান্ডুঝড়ে উঠান থৈ থৈ,
তেচোখা মাছেদের রূপালী উল্লাস দেখে কে?
প্রিয় ঋতুটি উইল করে দেবে
তুমি বলেছিলে এই বসন্তে
কোনো অভাগিনীকে।
যোগীডম্বুরের ডালে
ছেয়ে আছে কুঁড়েঘর
......