জাগলারি সেরে
দিনের বিয়োগফল হাতে নিয়ে  শূন্যতার প্রান্তে দাঁড়িয়ে
জীবনজোকার।
শেষ মানেই অশেষ নয়, আনন্দ নিরানন্দ এখন।
বিশ্বাস সংজ্ঞা পালটে
দিবালোকে উড়ে যাওয়া পাখি
বিশ্বাস মানে খাল কেটে কুমীর আনা নির্দ্বিধায়
বিশ্বাস মানে
নেকড়ের সাথে সহবাস
সভয়ে পিছিয়ে আসে প্রাক্‌ বেড়াল।
..................