বাড়ির কাছের নর্দমার অশুদ্ধ জল লাগলে পা খসে যেত হয়তো
অথচ  নালা-নর্দমা পেরিয়ে এই জলই
শুচি হয়ে গিয়ে নামছে অন্য নদীতে-
সেই জলেই আদ্যন্ত ডুব দিয়ে দিয়ে পূণ্যস্নান...

আমাদের বিশ্বাসের মতো এমন আরো কিছু আছে
অশুচি জলের মত বিশ্বাসঘাতক
মনের বিকারে দেহে এসে যেন
এজমালি হল সব।

..................