দুঃস্বপ্ন তাড়া করলে দৌড়াতে দৌড়াতে
স্বপ্নের হাঁটুতে খিল ধরে যায়
স্বপ্নে আর কোথাও বসা হয় না...
এক বাঁধানো ছাতিম
বেলি-কামিনী-বৃদ্ধ জুঁই
রাতের বাগানে ঝরে যায়
অবিকৃত থেকে যায়
ভোরের ঘাসে
ফুলের গন্ধে এগিয়ে আসে
এক পৃথিবী গন্ধমাদন
আঘাতে আঘাতে শক্তিশেল-
চেতনার যে অংশ পক্ষাঘাতগ্রস্ত
স্বপ্নে তার বিশল্যকরণী পেয়ে যাই।