মুহুর্মুহু ঘনিয়ে আসে সুর ... মানুষের হৃদযন্ত্রে বাঁধা তৃষ্ণার্ত ডাহুক  
সন্ধ্যেরা বড়ই ব্যাকুল আজ
সঞ্চয়ের কথা ভাবলে খরচই করা হয়ে ওঠত না দরিয়া মন
বেলাশেষে লাল আভার
এলোমেলো রেখা!
ধন্দে ফেলে
জিগ্‌-স্য পাজলের মত ...
এ আলোতেই প্রিয় ঘোর আমার ।  স্বপ্নাদেশ হে ...

যদি নীল-সাদা অনুমতি দাও
ঝরে যাই বিষফুল
     বিষের বাগানে

.....................