আগামী পাঁচবছরেও ভুলবে না কেউ বিশের বসন্ত,স্মৃতি গেলেও

আসলে শিখছি আমরা আত্মসংকটের বোধ থেকে,
আলো আসে
প্রতিটি লয় ও উন্মেষের ফাঁক থেকে
আলো আসে উদয় অস্তে
আকাশের লাল লাল ক্ষত থেকে

সংক্রমণ কি কথা বলে?


অন্য জীবন থেকে রসসঞ্চয় চলছিল এতদিন প্যারাসাইটদের মত,
আজ নিজের মত করে ভাবছ নিজের জীবন...অন্যেরও।
প্রিয় সম্পর্কদের ডেকে বল বাড়ির চারপাশ সাজাতে।
আড্ডাঘর থেকে উড়ে আসছে আমুদে হুল্লোড়,হাসিতে ঢেউ বিনিময়।
পুরনো আবছা রঙের স্ত্রী, একরোখা,পা ছড়িয়ে ,
গালের  টোলে উঠে আসছে কি যেন তার কিশোরী নামটা...