১
বসন্ত এখনও তার রঙ ছড়িয়ে যাচ্ছে সকল দিকে...
সব রাস্তায়
চিতার মাঝখানেও গন্গনে অমলতাস
পেটকাপড়ে বেঁধে ফিরছে শিশু ধুলোর পলাশ,শিমূল-
ঝুরো গাঁদায়
ভর্তি হয়ে আসে নাটমন্দিরের প্রাচীন পুষ্পার্ঘ্য থালাটি।
২
রোদ ঢুকিয়ে রোদ ছড়িয়ে উঠানে বসা সে শুধু সূর্যমুখীই জানে
কাঠগোলাপের ছায়া পেয়ে কেমন করে যেন
আঁকতে শিখে গেছে
আদর-সোহাগের ছবি,বারান্দার বেড়াল গড়াগড়ি খায়
নিশ্চুপে।
৩
রঙ নয়, রঙ্গে ভরে উঠছে চোখের পেয়ালা। বসন্ত জানা নেই,
যুদ্ধ ও ভালোবাসায় যত অন্যায় নিয়ম
সবটাই কেমন হাস্যকর নাটকের মত লাগে
বিপ্রতীপে দাঁড়িয়ে ...